Wellcome to National Portal
Main Comtent Skiped

সাধারণ তথ্য

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , রাউজান ১৯৮০ ইং সালে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করে। ২০১৫ ইং সালে  তা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে অনুমোদন লাভ করে। বর্তমানে হাসপাতালে বহিঃবিভাগ, অন্তঃবিভাগ, জরুরি বিভাগ, প্রসুতি বিভাগ, ল্যাবরেটরি, এক্স রে ,ই সি জি, আলট্রাসনোগ্রাফি বিভাগ, দন্ত বিভাগ চালু আছে। এখানে বিভিন্ন কর্নারের মাধ্যমে সেবা প্রদান সহজিকরন করা হয়েছে। এখানে রয়েছে আই এম সি আই কর্নার, অসংক্রামক রোগ  চিকিৎসা কর্নার, প্রসব পূর্ব ও প্রসব পরবর্তী কর্নার,ই পি আই কর্নার, জরায়ু মুখ ক্যান্সার ও স্তন ক্যানার পরীক্ষা কর্নার, যক্ষ্মা রোগীদের চিকিৎসা কর্নার।

বর্তমানে অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে কভিড-১৯ এর রেপিড এন্টিজেন টেস্ট ও আর টি পি সি আর এর জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে।কভিড ১৯ এর টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে।অত্র কার্যালয়ের অধীনে সুলতানপুরে একটি ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ৪৪ টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। একটি ১০ শয্যা বিশিষ্ট  ট্রমা সেন্টার নির্মাণাধীন রয়েছে।